শিবচরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

মাদারীপুর শিক্ষা শিবচর

এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রদিবেদক:

বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে মাদারীপুর শিবচর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পাওয়ার আনন্দ বিরাজ করছে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে কে কার আগে বই পাবে এ নিয়েও উৎসাহের কমতি ছিল না কোথাও কোথাও।

রোববার সকালে শিবচর উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন মাদবরেরচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো: ফজলুল হক মুন্সী, স্কুল গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান শিকদার ও প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *