শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪০), ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৫), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বিপ্লব (৩৫), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকাশ মালো (৩৫)সহ আরও একজন। তবে এর মধ্যে বজলুর রহমান ও আবুল হোসেনের অবস্থা গুরুতর বলে জানান তার সাথে থাকা শিবচর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা।
শিবচর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারী মুঠোফোনে বলেন, দুর্ঘটনায় আমাদের ৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হানিফ জানান, সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে টোল প্লাজার কেরানীগঞ্জ এলাকায় মাওয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ওপরে পড়লে ৫ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে একজন গাড়ির ভেতরে আটকা পড়ে। আমরা তাকে উদ্ধার করে সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।