শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সফল্য নারী” ক্যাটাগরিতে উপজেলায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত তাহমিনা আফরোজ

মাদারীপুর শিবচর

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর শিবচরে ‘সবার মাঝে ঐক্য গড়ি নারী নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কার্যলয় ও জাতীয় মহিলা সংস্থা-এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সেরা সম্বর্ধনা। “শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সফল্য অর্জনকারী নারী”   ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন শিবচর উপজেলার সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আফরোজ।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  বিএম আতাউর রহমান আতাহার, শিবচর  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রিয়াজুর ইসলাম প্রমুখ ।

শ্রেষ্ঠ জয়িতা তাহমিনা আফরোজ বলেন,  “আমি শিক্ষক হিসেবে গর্বিত। আজও গর্ববোধ করছি শ্রেষ্ঠ জয়িতা হিসেবে স্বীকৃতি পেয়ে। আমরা সকল নারী এগিয়ে যাব, কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরব।”

উল্লেখ্য, শ্রেষ্ঠ জয়িতা তাহমিনা আফরোজ অনেক প্রতিকূলতা অতিক্রম করে বাংলা বিষয়ে এম এ সম্পন্ন করেছেন। তিনি সংসার, সন্তান, পড়াশোনা ও চাকরি একইসাথে সামলিয়ে আজ হয়ে উঠেছেন শ্রেষ্ঠ জয়িতা।  তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদিত ও a2i কর্তৃক পরিচালিত বাংলাদেশের শিক্ষকদের সবচেয়ে বড় প্লাটফর্ম শিক্ষক বাতায়ন ওয়েবসাইটে আইসিটি জেলা এম্বাসেডর, সেরা কন্টেন্ট নির্মাতা ও সেরা উদ্ভাবক হয়েছেন। করোনাকালীন সময় অনলাইনে  ৩০০ টিরও অধিক ক্লাস নিয়েছেন। ব্রিটিশ কাউন্সিলে কাজ করেছেন এবং তার বিদ্যালয় International School Award পেয়েছে। তিনি CSSR  project এ কাজ করেছেন এবং বাংলাদেশ সংসদ টেলিভিশনে তার ক্লাস প্রচারিত হয়েছে। তার লেখা কাব্যগ্রন্থ ‘অনুভূতির ছোঁয়া’  ও গল্পগ্রন্থ ‘ফিরে দেখা’ ২০২৩ সালের ২১ শে বই মেলায় পাওয়া যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *