কবিতাকে চিফ হুইপের অভিনন্দন, পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান

শিক্ষা

মাদারীপুর জেলার শিবচরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হতদরিদ্র কবিতাদের বাড়িতে মিষ্টি পাঠিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

নানা প্রতিকূলতার মাঝেও সর্বোচ্চ ভালো ফলাফল করায় কবিতাকে অভিনন্দন জানিয়ে নির্বিঘ্নে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে তিনি। তার আশ্বাসে কলেজে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তা দূর হয়েছে কবিতা ও তার পরিবারের।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জাতীয় সংসদের চিফ হুইপের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কবিতার বাড়িতে মিষ্টি নিয়ে যান। পরে দুপুরের দিকে কবিতার পরিবারকে ঘর নির্মাণের জন্য উপজেলা পরিষদ থেকে ৫ বান্ডিল টিন ও নগদ ১৫ হাজার টাকা দেয়া হয়। এদিকে চিফ হুইপের নির্দেশনায় কবিতাকে মাসিক বৃত্তি ও সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী।

লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা দেখে মা-বাবা আর্থিক অনটনের মধ্যেও মেয়ের লেখাপড়া চালিয়ে যান। ভালো ছাত্রী হওয়ায় স্কুলের শিক্ষকদের সহযোগিতা পেয়েছে সে। কিন্তু গোল্ডেন জিপিএ ৫ পেয়েও দারিদ্রতার কারণে কলেজে ভর্তি হওয়া নিয়ে ছিল চরম অনিশ্চয়তা।

দারিদ্রতাকে পেছনে ফেলে কবিতার বিরল অর্জনের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৃহস্পতিবার সকালে তার বাড়িতে মিষ্টি দিয়ে একটি প্রতিনিধি দল পাঠান। পরে চিফ হুইপ কবিতার সাথে ফোনে কথা বলে লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দেন।

কবিতা বলেন, ‘ভাল রেজাল্ট করেও কলেজে ভর্তি হতে পারবো কিনা জানতাম না। আমাদের চিফ হুইপ লিটন চৌধুরী স্যার ফোনে আমাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছেন। ঘর ঠিক করার ব্যবস্থা করেছেন’।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. লতিফ মুন্সী, ইউপি চেয়ারম্যান মো. জামান মুন্সী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *