শিবচরে ১টি ইউনিয়নে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট

অন্যান্য কৃষি মাদারীপুর শিবচর

“বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্যে মাদারীপুরের শিবচরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি ইউনিয়ন থেকে প্রায় ৮০ হাজার ইঁদুরের লেজ বিনষ্ট করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর ) সকাল ১১ টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের বিভিন্ন প্রকল্পের ১৫ টি দলের কৃষকের উপস্থিতিতে এ লেজ বিনষ্ট করা হয়।

কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি অফিস ও স্থানীয় কৃষক সুত্র জানায়
গত ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর-২০২২ মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়।এছাড়া এ বছরে কাঠালবাড়ি ইউনিয়নের তিনটি ব্লকের কৃষকেরা ৭৯ হাজার ৫ শত ৬১ টি ইঁদুর মারে।পরে এসব ইঁদুরের লেজ সংরক্ষণ করেন।পরে আজ বেলা ১১ টার দিকে কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকারের উপস্থিতিতে ইউনিয়নের আবদুর রব বেপারীর কান্দি ও হাজি লেদু চৌকিদারের কান্দি গ্রামে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সংরক্ষিত লেজ আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন শেখ বলেন,ইঁদুর আমাদের অনেক ক্ষতি করে।আমাদের বাড়ি চরাঞ্চলে হওয়ায় বর্ষাকালে এদের উৎপাত বেশি।বাড়ির লেপতোশক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করে।তাই আমরা আমাদের এলাকার কৃষি অফিসারের পরামর্শ নিয়ে ইঁদুর ধরে মেরেছি।

কাঠালবাড়ি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল খন্দকার বলেন,আমাদের কাঠালবাড়ি ইউনিয়নটি শিবচর উপজেলা পরিষদ থেকে রিমোট এলাকায় হওয়ায় আজ আমরা এখানে ইঁদুরের লেজ বিনষ্ট করতে এসেছি। এছাড়া একটি দেশে ইঁদুর প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ মানুষের খাবার নষ্ট করে।এজন্যই ইঁদুর মেরে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *