ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় মাদারীপুর শিবচর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকার বিএনপির চিরদিনের স্বভাব। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছিলো, তারা এখন সেটাই চায়।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য সেবা খাতে কর্মরত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো: সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার  মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা: মো: সেলিমসহ অন্যরা।

অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, শিবচরে স্বাস্থ্যখাতে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডাক্তাররা শিবচরের বেতন নিবেন আর ঢাকায় থেকে পরিবার নিয়ে সুবিধা নিবেন এটা হতে দেয়া হবে না। শিবচরের জনগন যাতে সঠিক সেবা পায় সেভাবে কাজ করতে হবে। শিবচরের মানুষ যাতে সঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় সেদিকে খেয়াল রাখতে হবে।

 

সূত্র: সারাক্ষণ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *