কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’- এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উদযাপন করা হয়েছে।
শনিবার এ উপলক্ষে শিবচর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে সকাল ১০ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের পাচ্চর গোলচত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় র্যালিটি পাচ্চর গোলচত্বর থেকে মহাসড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
শিবচর হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদবরেরচর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুন্সির
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহেল বাকী কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় শিবচর শিবচর হাইওয়ে থানায় কর্মরত পুলিশের সদস্য, পরিবহন মালিক সমিতির সদস্য, শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন।