রাজৈরে পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত, দুই শিশু আহত

ঢাকা ব্রেকিং নিউজ মাদারীপুর রাজৈর সারাদেশ

মাদারীপুরের রাজৈর উপ‌জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে গ্রীন লাইন পরিবহনের চাপায় প্রবাসীর স্ত্রী নিহত।এঘটনায় শিশু ভ্যান চালকসহ নিহতের শিশু গুরুতর আহত হয়েছেন। র‌বিবার রাত ৮টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

পুলিশ স্থানীয়‌দের বরা‌তে রা‌জৈর থানার ও‌সি মো আলমগীর হো‌সেন জানায়, বরিশাল থেকে ছেরে আসা গ্রীন লাইন পরিবহন ও টেকেরহাট থেকে রাজৈরের দিকে আসা ভ্যানকে চাপায় দেয় গ্রীন লাইন পরিবহন। এঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। নিহত গৃহবধূ লাকি বেগম (৪০) পৌর এলাকার আলমদস্তার মালয়শিয়া প্রবাসী ফরহাদ মোল্লায় স্ত্রী। বাকি আহত শিশু ভ্যানচালক শামীম শেখ (১৩) ও নিহতের ছেলে সাজিন মোল্লা (১৬) আহত অবস্থায় রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই জুয়েল শেখ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

 

 

[প্রিয় পাঠক, আপনিও শিবচর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-smdelowar.press@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *