শিবচরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

মাদারীপুর শিক্ষা শিবচর

শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এ স্লোগানকে সামনে রেখে “নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও ১৮ অক্টোবর “শেখ রাসেল দিবস-২০২২” মাদারীপুর শিবচরে পালিত হয়েছে ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল উপজেলার নূর- ই- আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। র্যালীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালিটি ঝাউকান্দি বাজার দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হযরত মাতুবর, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ও বহেরাতলা দক্ষিণ ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, দাতা সদস্য গোলাম কিবরিয়া খালাসী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোহন মিয়া, সহকারী শিক্ষক সারমিন আক্তার, সহকারী শিক্ষক মো: লিটন খান, সহকারী শিক্ষক শাহিন মিয়া, সহকারী শিক্ষক আঃ আজিজ, সহকারী শিক্ষক আবু বক্কর, সহকারী শিক্ষক আবুল হাসন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *