মাদারীপুর:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উৎযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালকিনি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোকমান সরদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, কালকিনি কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান,জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নুর মোহাম্মদ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদার প্রমুখ।
১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপন হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনার উপর ফায়ার সার্ভিস কর্মীরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। এসময় স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।