মাদারীপুর শিবচরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবন থেকে নিচে পড়ে সাগর মিয়া নামে শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার মোহরীপট্টী এলাকায় একটি ভবনে এ ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাগর মিয়া সিরাজগঞ্জ জেলার মাছোয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়, তারা শিবচর পৌরসভার মোহরীপট্টী এলাকায় নির্মাণাধীন ৬ তলা ভবনে কাজ করছিলেন। ৬তলা ভবনের বাহির দেয়ালে কাজ করার জন্য বাহিরে বাঁশ ও ত্রিপল লাগানোর সময় পা পিছলে নিচে পড়ে যায় সাগর মিয়া। তাৎক্ষনিক অন্যান্য শ্রমিকরা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগর মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(আরএমও) মিঠুন বিশ্বাস জানান, বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পূর্বে অতিরিক্ত রক্তক্ষরণ ও বুকে আঘাত পাওয়ায় নির্মাণ শ্রমিক সাগর মিয়া মৃত্যু বরণ করেছে। তার পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গেছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, ভবন থেকে শ্রমিক নিহতের ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের লোকজন থানায় অভিযোগ নিয়ে আসেনি।
প্রসঙ্গত, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, ভবন নির্মাণের সময় চারপাশে নিরাপত্তাবেষ্টনী দিতে হবে। উঁচু স্থানে কাজ করার সময় লিফট, সেফটি বেল্ট, শক্ত দড়ি-মাচা ব্যবহার; কাজের সময় মাথায় হেলমেট, পায়ে গামবুট ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু শিবচরে বেশির ভাগ ক্ষেত্রে কিছুই ব্যবহার করে না। এ দুর্ঘটনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন অনেকে।