শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২

অন্যান্য তথ্য-প্রযুক্তি শিবচর

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২

যারা অংশগ্রহণ করতে পারবে:
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর

নিবন্ধনের নিয়মঃ
১। নিবন্ধন করতে quiz.sheikhrussel.gov.bd ভিজিট করুন।
২। হোমপেজের নিচের দিকে আপনার বয়স অনুযায়ী কাঙ্ক্ষিত গ্রুপটি(ক অথবা খ) সিলেক্ট করে নিন,
৩। পরবর্তী পেজে আপনার নাম, মোবাইল/মেইল এড্রেস, পাসওয়ার্ড, সঠিক জন্মতারিখ, শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা   এবং একটি ক্যাপচা সঠিকভাবে টাইপ করুন।
৪। “আমি সকল শর্তাবলী মেনে নিচ্ছি” অপশনটি টিক মার্ক করে “সাইন আপ” বাটনে ক্লিক করুন।
৫। এরপর সাইন ইন পেজ থেকে সাইনইন/লগইন করুন।
৬। লগ ইন করার পর আপনার যাবতীয় তথ্যাদি যেমন- নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেনী, বিদ্যালয়, ঠিকানা, মোবাইল, বিকল্প মোবাইল নং, লিঙ্গ, জাতীয়তা সঠিকভাবে আপডেট করুন।
৭। ৫১২কিলোবাইট সাইজের ভিতর একটি ছবি আপলোড করুন।

*** মনে রাখবেন আপনার যাবতীয় তথ্যাদি ঠিকভাবে আপডেট না হলে কুইজে অংশ নিতে পারবেন না।

৮। যাবতীয় তথ্যাদি সঠিকভাবে আপডেটের পর “আপডেট করুন” বাটনে ক্লিক করুন।

৯। এরপর নির্ধারিত দিন সঠিক সময়ে লগইন করে পরীক্ষায় অংশগ্রহণ করুন।

প্রতিযোগিতার সময়ঃ
গ্রুপ ক:: ৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

গ্রুপ খ:: ১৩-১৮ বছর
০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।

কুইজের বিষয়ঃ
শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

 

কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করুন- quiz.sheikhrussel.gov.bd

 


[প্রিয় পাঠক, আপনিও শিবচর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-smdelowar.press@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *