রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পাওয়ায় যা বলল রাশিয়া

আন্তর্জাতিক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথেরে অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়াকে আমন্ত্রণ না জানানোর বিষয়টির কড়া সমালোচনা করেছে মস্কো। দেশটি ব্রিটেন কর্তৃক রাশিয়াকে আমন্ত্রণ না জানানোকে ধর্ম অবমাননার শামিল বলে মন্তব্য করেছে।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বিশ্লেষকের ধারণা ছিল ইউক্রেন সংকটের কারণে রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে উদ্ভূত কূটনৈতিক শীতলতা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু উপলক্ষে প্রশমিত হতে পারে। তবে সেই সম্ভাবনা আর থাকল না। রাশিয়াকে ডাকা হয়নি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা তাদের জাতীয় শোকের বিষয়টিকে–যা বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে–ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহার করে আমাদের চেয়ে এগিয়ে থাকতে ব্যবহার করেছে। যা খুবই অনৈতিক।’

বিবৃতিতে মারিয়া জাখারোভা আরও বলেন, ‘ব্রিটেনের এই কাজ রানি এলিজাবেথ দ্বিতীয়ের স্মৃতির প্রতি ধর্ম অবমাননার শামিল।’

এদিকে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় সারা বিশ্বের নেতারা অংশগ্রহণ করবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যোগ দেবেন কি না তা শুরু থেকেই অস্পষ্ট ছিল।

রানির মৃত্যুর পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছিল, বহু দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ তার প্রজাদের ভালোবাসা ও সম্মান অর্জনের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব করার আনন্দ উপভোগ করেছেন। রুশরা তার প্রজ্ঞার জন্য তাকে সম্মান করে। তবে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় পুতিনের উপস্থিতি বিবেচনা করা হচ্ছে না।

অন্যদিকে রাশিয়ার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন যে তিনি রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। তিনি বলেছেন, ‘রানি ছিলেন ব্রিটিশদের মাথার ওপর ছায়ার মতো। তিনি ছিলেন ব্রিটিশদের গর্ব।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘রানির সঙ্গে বাকিংহাম প্যালেসে আমার দুবার দেখা হয়েছিল। যদি সুযোগ পাই, অবশ্যই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ

[প্রিয় পাঠক, আপনিও শিবচর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-smdelowar.press@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *