কালকিনি থেকে আবির হাসান পারভেজ:
মাদারীপুরের কালকিনিতে মায়ের বকুনি খেয়ে অভিমানে অর্নব উকিল(১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
নিহত ওই ছাত্র উপজেলার আলীনগর এলাকার চর-কালকিনি গ্রামের মহাদেব উকিলের ছেলে ও রাজাচর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। পরে থানা পুলিশ খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, স্কুলছাত্র অর্নব উকিল বাড়িতে বসে লেখা-পড়া বন্ধ রেখে তার ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টামীতে মেতে উঠে। অর্নবের মা মিনতি তার দুষ্টামী বন্ধ করে লেখা পড়ায় মনোযোগী হতে বলে এবং বকুনি দিয়ে বাড়ির পাশে পাট তুলতে যান। এতে করে অর্নব ক্ষিপ্ত হয়ে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে অর্নবের ছোটভাই দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন কালকিনি থানা পুলিশকে খবর দেয়ে। পুলিশ অর্নবের ঝুলন্ত লাশ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহত স্কুলছাত্রের বাবা মহাদেব উকিল বলেন, আমার ছেলেকে তার মা পড়ালেখা করার জন্য রাগ দেয়ায় আত্নহত্যা করেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি।