আন্তর্জাতিক ডেস্ক,
উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক সহায়তার প্রস্তাব দিয়েছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু আর্থিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।
সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক-ইওল পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে উত্তর কোরিয়াকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে তিনি নিয়মিতভাবে একই প্রস্তাব বিভিন্ন সময় বলেছেন। গত সপ্তাহেও তিনি তার প্রস্তাবের পুনরাবৃত্তি করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার আর্থিক সাহায্যের আহ্বান প্রত্যাখ্যান করেন। এছাড়া, তিনি প্রেসিডেন্ট ইয়ন সুক-ইওলকে ব্যক্তিগত আক্রমণ করেন।
কিম জং উন বলেন, ‘‘আমাদেরকে আর্থিক সহায়তার চিন্তা ইয়ন সুক-ইওলের জন্য বিরাট স্বপ্ন। তিনি এখনও সত্যিকারভাবে একজন সাধারণ এবং শিশুসুলভ রয়েছেন। আমরা এটি স্পষ্ট করে দিতে চাই যে, আমরা তার কখনো মুখোমুখি বসবো না।’’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর বোন ও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা কিম জো জং দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সহায়তার কড়া সমালোচনা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতার ‘অসম্মানজনক’ বক্তব্যের সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া।