ভক্তদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান ওমর সানীর

টেলিভিশন বিনোদন সিনেমা

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী নিজের ব্যক্তিগত জীবনের নানান অভিজ্ঞতা, স্মৃতি ও ছবি শেয়ারের পাশাপাশি ভক্তদের বিভিন্ন সময় সুপরামর্শও দিয়ে থাকেন।ব্যক্তিগত জীবনে ধর্মচর্চাও করেন তিনি। এবার ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানালেন ওমর সানী।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান তিনি।

ওমর সানী স্ট্যাটাসে লিখেছেন, আমাকে যারা ফলো করেন, তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।

তিনি আরও জানান, আমার দাদা-দাদি বেঁচে নেই। বাবা-মা নেই ও আত্মীয়স্বজনের অধিকাংশই নেই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন, নামাজটা জরুরি।

সানীর ওই স্ট্যাটাসে কমেন্ট করে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকেই তাকে সমর্থন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *