শিবচরে মেয়ের শ্বশুর বাড়ি থেকে বাবার মরদেহ উদ্ধার

মাদারীপুর শিবচর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ি থেকে হাকিম মাতুব্বর (৮৪) নামের এক বৃদ্ধ বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি গ্রামে মেয়ের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাকিম মাতুব্বর নদী ভাঙনের কবলে পরে গত প্রায় তিন বছর ধরে নিজ এলাকা ফরিদপুর সদরপুর উপজেলার চরনাছিরপুর থেকে শিবচর আসেন। এরপর শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দী গ্রামে স্ত্রী সোনাবান বিবিসহ একমাত্র মেয়ে ফাহিমার সঙ্গে বসবাস করতেন। তিনি ঈদুল ফিতরের তিনদিন পর পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের নাজির মামুদ হাজির কান্দিতে বসবাসরত দুই ছেলে লাক্ষু মাতুব্বর ও বাবুল মাতুব্বরের বাড়িতে বেড়াতে যান। গতকাল মঙ্গলবার (৯ মে) সকালে কাউকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে চলে আসেন। বুধবার সকালে মেয়ে ফাহিমা বেগমের বসত ঘরের দক্ষিণ পাশে গরু রাখার একচালা টিনসেড ছাপরায় গলায় রশি পেঁচানো অবস্থায় উপুর হয়ে পরে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়।

মৃতের মেয়ে ফাহিমা বেগম বলেন, আমার বাবা আমার বাড়িতেই ঘর নির্মাণ করে থাকেন তিন বছর ধরে। ঈদের তিনদিন পর বাবা আমার ভাইদের বাড়িতে বেড়াতে গিয়েছেন। আজ সকালে আমার ছেলে টয়লেটে যাওয়ার সময় দেখতে পায় আব্বা গলায় রশি দিয়ে ঝুলে মাটিতে হামাগুরি অবস্থায় পরে আছে। পরে আমরা রশি কেটে দ্রুত ঘরে নিয়ে যাই। তখন বুঝতে পারি বাবার দেহ শক্ত হয়ে আছে। বাবা আর নেই আমার।

নিহতের বড় ছেলে লাক্ষু বলেন, আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতো। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিল। গতকাল আমাদের বাড়ি থেকে চলে আসছে সকালে। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছে। শুনে এখানে আসলাম।

মৃতের বড় ছেলে লাক্ষু বলেন, আমার বাবা আমার বোনের বাড়িতেই থাকতো। ঈদের পর আমাদের বাড়ি গিয়েছিলো। মঙ্গলবার আমাদের বাড়ি থেকে চলে আসছে সকালে। আমি আজ মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। পরে শুনলাম আব্বা মারা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *