শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে অসহায় ও দুস্থ ৩০০ পরিবারের মধ্যে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন হাওলাদার। পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে সুমন হাওলাদারের এই উদ্যোগে এলাকার সবাই অনেক খুসি।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, চিনি, গুড়া দুধ, সেমাইসহ অন্যান্য ঈদ সামগ্রী । উক্ত ওয়ার্ডের ৩০০ পরিবার এই সহায়তা পেয়ে সুমন হাওলাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশেষ প্রয়োজনে সুমন হাওলাদার যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার বাবা আবুল হাসেম হাওলাদার ও এলাকার অন্যান্য লোকের উপস্থিতিতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ সামগ্রী বিতরণ ছাড়াও সুমন হাওলাদার পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে উক্ত ওয়ার্ডের হতদরিদ্র পরিবারকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও তিনি শিবচর পৌরসভার ৯নং ওয়ার্ডের সকল জনগণের যেকোন দূর্যোগে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করেছেন।
মুঠোফোনে সুমন হাওলাদার বলেন, এলাকার লোকজন আমাকে যোগ্য মনে করেই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর বানিয়েছেন। যেহেতু তারা আমাকে ভালবেসে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আমিও আমার সাধ্যমতো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।