এস.এম.দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে ওঠে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা গোলচত্বরে ভাঙ্গাগামী বসুমতি পরিবহনের একটি বাস ঘুরতে গিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা চারজন বাসের নিচে চাপা পড়েন। এসময় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয় আর গুরুতর আহত হন বাকি তিনজন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।