শনিবার (১৫ এপ্রিল) দুপুরে শিবচর উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব, দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন এবং দুরারোগ্য ও জটিল রোগীদের মধ্যে এককালীন আর্থিক সাহায্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ জনপ্রতিনিধি ও নেতাদের উদ্দেশ্যে বলেন, এখানে অনেক চেয়ারম্যান ও নেতা আছেন। চুরির মামলায় তদবির করেন অথচ ভালো কাজে ফোন করেন না। ওনার বাড়ির কাছে নসিমন-ট্রাক চালিয়ে রাস্তার নষ্ট হয়ে যাচ্ছে, সে ব্যাপারে ফোন দেয়নি। পাবলিক আমাকে ম্যাসেজ দিয়েছে। এই হলো আমাদের নির্বাচিত প্রতিনিধিদের অবস্থা। এখান থেকে আমাদের পরিবর্তন হতে হবে। শিবচর এগিয়ে যাচ্ছে। এখন ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।
এসময় চিফ হুইপ জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, স্কুল, সরকারি অফিস ও ইউনিয়ন পরিষদে হঠাৎ পরিদর্শন করতে হবে।
এসময় চিফ হুইপ কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি অফিসের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে স্মার্ট শিবচর গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আমরা শিবচরে সব স্কুল-মাদরাসায় ভবন করে দিয়েছি। অনেক নামি স্কুলে দেখা যাচ্ছে বাতি কেনা হয় না। অন্ধকারের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয়। আমি এক স্কুলের প্রধান শিক্ষকের বেতন বন্ধ করেছিলাম কারণ তার নিজের রুমের ফ্যানও নষ্ট ছিল। রুমের বাল্ব ছিল না।
কোনো স্কুলে দেখা যাচ্ছে, প্রধান ফটকের সামনে টয়লেট করে রেখেছে। এই পরিবেশ ভালো করতে হবে। যে প্রধান শিক্ষক পারবেন না চাকরিটা ছেড়ে চলে যান। যে সভাপতি পারবেন না সে পদ ছেড়ে দেন। জেলা প্রশাসক এখানে আছেন তাকে আমি অনুরোধ করবো। আপনি শিবচরের স্কুল, সরকারি অফিসগুলোতে হঠাৎ ভিজিট করেন। আমরা সব জায়গায় সিসি ক্যামেরা করে দিয়েছি, আপনি নজরদারি করেন।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে চিফ হুইপ পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ৪ হাজার৭০৮ জন হত দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ চাল বিতরণ, পৌরসভার পক্ষ থেকে এক হাজার জনকে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ কর্মসূচিতে অংশ নেন।