শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

অন্যান্য মাদারীপুর শিবচর সম্পাদকীয়

এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক: 

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন “চরজানাজাত সূর্যোদয় সংসদ সমিতি”র পক্ষ থেকে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বুট, চিনি, তেল, সেমাই, খেজুর, মুড়ি, পেয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, চরজানাজাত ইলিয়াস আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহবুব, সমাজ সেবক হাজী মোঃ হামেদ বেপারী, ডা. জলিল ঢালী, কাসেম বেপারী, আলাল উদ্দিন হাওলাদার, চরজানাজাত সূর্যোদয় সংসদ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, শাহ আলম তালুকদার, রাজন খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ২০২২ সালে শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের একঝাঁক উদ্যোমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় “চরজানাজাত সূর্যোদয় সংসদ সমিতি” স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে।

[প্রিয় পাঠক, আপনিও শিবচর অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন-smdelowar.press@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *