মাদারীপুর শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ❝এক্সপোজার ভিজিট❞ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) উপজেলার সন্ন্যাসীর চর এবং দত্তপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রকল্পের আওতায় গঠিত সিআইজি কৃষক গ্রুপ থেকে ২৫ জন কৃষকদের নিয়ে- গবিন্দ মন্ডলের কান্দি পুরুষ সিআইজি সমবায় সমিতি লি., মৌলভী কান্দি, সন্ন্যাসীর চর এবং চৌধুরী কান্দি পুরুষ সিআইজি সমবায় সমিতি লি., চৌধুরী কান্দি, দত্তপাড়া এলাকায় পরিদর্শন করেন। বিনা চাষে গম, রসুন, সরিষা, বালাইমুক্ত শাক সবজি চাষ এবং বিটি বেগুনজাত ও চাষের প্রদ্ধতি সর্ম্পকে জ্ঞান লাভ করেন।
উপজেলার ২৫ জন কৃষক, কৃষাণীকে কৃষি বিষয়ে কার্যক্রম গতিশীল করতে তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের ফলে ড্রাগন ফল চাষ, মালচিং পদ্ধতিতে সবজি চাষ, বানিজ্যিক ভিত্তিতে ফল বাগান, পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন গম, রসুন, সরিষা, বালাইমুক্ত শাক সবজি চাষ এবং বিটি বেগুনজাত ও চাষের প্রদ্ধতি অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, সন্যাসীরচর ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা পার্থ প্রতীম হীরাসহ অন্যান্যরা।