শিবচরে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাদারীপুর শিবচর

মাদারীপুর জেলার শিবচরে আলোচনাসভা ও কেককাটার জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার বিকাল ৫ টার দিকে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসুচি পালন করা হয়।

দৈনিক দেশ রুপান্তরের শিবচর উপজেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান।

শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সোনা খার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান ও শিবচরের রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বাবুল আশরাফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান খান রানা, শিবচর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন খলিফা, বিজয় টিভির মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খান, শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামসুল হক,  শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি গোলাম মাওলা, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ভদ্রাসন জিসি একাডেমির প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, সন্ন্যাসির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মতিয়ার রহমান, চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, উমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, বাখরের কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাদিরপুর উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, দৈনিক ইনকিলাবের শিবচর প্রতিনিধি রাসেদুল ইসলাম রাসেল, বাংলানিউজের মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ,দৈনিক অধিকারের শিবচর প্রতিনিধি আবু সালেহ মুছা, দৈনিক সকালের সময়ের শিবচর প্রতিনিধি নাজমুল হোসেন লাবলু, দৈনিক মানবজমিনের শিবচর উপজেলা প্রতিনিধি বিএম হায়দার আলী দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম রুবেল ও বিভিন্ন প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বস্তু‌নিষ্ঠা সংবাদ প্রকা‌শে দৈনিক দেশ রূপান্তর প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি দৈনিক দেশ রূপান্তর প‌ত্রিকার উত্ত‌রোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দ ও সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *