মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা আক্তার (৩০) নামের এক ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা একই এলাকার শাহ আলম ফকিরের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকার ইতালি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা আক্তার তার একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতো। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে আরেকটি বিছানায় দেখতে পায়। এসময় অনেক বার ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুখ বাঁধা ও বিবস্ত্র অবস্থায় আকলিমার মরদেহ উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকলিমাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।