শিবচরে আধুনিক শিবচর নার্সিং হোম হাসপাতাল উদ্বোধন

মাদারীপুর শিবচর

এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

স্বল্প খরচে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন আঙ্গিকে আধুনিক শিবচর নাসিং হোম এর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (সোমবার) বাদ আসর শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকা নবনির্মিত মধুমতী টাওয়ারের দ্বিতীয় তলায় ১০ সয্যা বিশিষ্ট হাসপাতালটি পবিত্র কোরআন তেলাওয়াত পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার আসফারুল আবেদীন ।

আধুনিক শিবচর নার্সিং হোম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের খানে বলেন, সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালের সব সময় বিশেষজ্ঞ ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন।  আমার প্রতিষ্ঠিত এ হাসপাতালটি হবে এলাকার গরীবের হাসপাতাল । কেউ যাতে বিনা চিকিৎসায় কষ্ট না পায় সে দিকে আমার নজর থাকবে।

মোনাজাতের পর হাসপাতালের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও ডিজিটাল ল্যাবরেটরি, এক্স-রে আল্ট্রাসনোগ্রাম, আধুনিক মানের অপারেশন থিয়েটার, মা ও নবজাতক পরিচর্যা ইউনিটগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *