শিবচরে আনন্দপাঠ গণগ্রন্থাগার উদ্বোধন

মাদারীপুর শিবচর

এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

‘পড়িলে বই আলোকিত হই’ স্লোগান নিয়ে মাদারীপুর শিবচরে উদ্বোধন করা হয়েছে আনন্দপাঠ গণগ্রন্থাগার। মঙ্গলবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন নবপ্রভার প্রতিষ্ঠাতা শাহারিয়ার হাসান খান রানা।

প্রধান অতিথির বক্তব্যে নবপ্রভার প্রতিষ্ঠাতা শাহারিয়ার হাসান খান রানা বলেন, প্রযুক্তির ব্যাপকতায় বই পড়ার মতো একটি সুন্দর অভ্যাস ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের জীবসত্তা জাগ্রত থাকলেও মানবসত্তা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল খায়ের খান বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি হয়। বই পড়া এখন শুধু অবসরে বিনোদনের মাধ্যম নয়, বরং এটি এখন আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। দুশ্চিন্তা ও শারীরিক যন্ত্রণা আমাদের কর্মস্পৃহা ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বই হতে পারে অন্যতম নিয়ামক।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুমন মিয়া, শ্যামল কান্ত সরকার, ওয়াহীদু্জ্জামান, মাহবুবা রহমান তিশা, বাবুল আশরাফ, জাহিদ হোসেন মোল্লা, এ.কে.এম রেজাউল হক, জুবয়ের রহমান, শিবচর শিল্পকলা একাডেমির সেক্রেটারি রেজাউল করিম তুহিন, তানশিদ শরিফ, মহিউদ্দিন খান, কামরুজ্জামান মামুন, আসাদুজ্জামান আসাদ গোলাম নাবী, সানাউল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *