শিবচরে আনন্দপাঠ গণগ্রন্থাগার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মাদারীপুর শিক্ষা শিবচর

এস.এম. দেলোয়ার হোসাইন, নিজস্ব প্রতিবেদক:

আজ ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে ভাষা সৈনিকেরা তাঁদের জীবন উৎসর্গ করেন। এর পর থেকে প্রতিবছর দিনটিতে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসায় স্মরণ করে আসছে সর্বস্তরের জনগণ।

মা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি শহীদদের এই আত্মত্যাগ ও ভালোবাসা জাতি কৃতজ্ঞচিত্তে স্বরণ করছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার মাদারীপুর শিবচর উপজেলায় আনন্দপাঠ গণগ্রন্থাগার সদস্যরা উপজেলার সদর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।

এ সময় শাহারিয়ার হাসান খান রানা, সাংবাদিক আবুল খায়ের খান, সুমন মিয়া, শ্যামল কান্ত সরকার, ওয়াহীদু্জ্জামান, মাহবুবা রহমান তিশা, বাবুল আশরাফ, জাহিদ হোসেন মোল্লা, এ.কে.এম রেজাউল হক, জুবয়ের রহমান, শিবচর শিল্পকলা একাডেমির সেক্রেটারি রেজাউল করিম তুহিন, তানশিদ শরিফ, মহিউদ্দিন খান, কামরুজ্জামান মামুন, আসাদুজ্জামান আসাদ গোলাম নাবী, সানাউল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘পড়িলে বই আলোকিত হই’ স্লোগান নিয়ে মাদারীপুর শিবচরে উদ্বোধন করা হলো “আনন্দপাঠ গণগ্রন্থাগার” নামে পাঠাগার। শিবচর উপজেলার মোহরীপট্টি এলাকায় শরিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তোলা হয়েছে পাঠাগারটি।

আনন্দপাঠ গণগ্রন্থাগারের একাধিক সদস্যদের কথা বলে জানা যায়, বইয়ের সঙ্গে পাঠকের আত্মিক সম্পর্ক তৈরি করতে এক সময় তরুণ, শিশু-কিশোরদের অবসর সময় কাটত বিভিন্ন পাঠাগারে। তবে প্রযুক্তির যুগে সেই সব পাঠাগারে এখন আর পাঠকের দেখা মিলে না। অবসর সময়ে বই বা খেলাধুলার পরিবর্তে তরুণ, শিশু-কিশোরদের হাতে হাতে এখন মোবাইল। যে মোবাইল ও ইন্টারনেট ছিল প্রযুক্তির আর্শিবাদ সে মোবাইল ও ইন্টারনেটই যেন প্রকৃতির অভিশাপ। দীর্ঘদিন বই থেকে দূরে থাকা বইপ্রেমি পাঠকদের জন্য মাদারীপুর শিবচর উপজেলা যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন নজরকাড়া “আনন্দপাঠ গ্রন্থাগার” নামে পাঠাগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *