মাদারীপুর শিবচরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শিবচর উপজেলার সদরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে সকালে শিবচর উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও দেশাত্মকবোধক গান পরিবেশন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম মিয়া, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগরে সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য মোঃ ইলিয়াস হোসেন পাশাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।