শিবচর উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। আজ ২১ ফেব্রুয়ারি সোমবার শিবচর উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যলয়ের শিক্ষক গণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সকল শিক্ষকগণ সম্মিলিতভাবে দিবসটি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান শিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ সহকারী শিক্ষক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্কুল গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান শিকদার বলেন, ‘ বাহান্ন’র ভাষা আন্দোলনের ভিত্তির উপর আমাদের স্বাধীনতা এসেছে। ভাষা আন্দোলনে বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছে যেকোনো অপশক্তিকে কীভাবে মোকাবেলা করতে হয়। আর এই ভাষা-সংগ্রামের আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার স্বপ্নকে বাঙালির অস্তিত্বে জাগ্রত করেছিল স্বাধীনতার মহানায়ক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।
উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালেয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। আমাদের ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে ভাষার ইতিহাস ঐতিহ্য জানতে হবে। কেননা পৃথিবীতে একটি জাতি আছে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। এই ভাষা অনন্য একটি ভাষা, রক্তের দামে কেনা।